ভ্যালেন্টাইনের প্রথম প্রহরে অর্থাৎ রাত বারটায় প্রেমিক-প্রেমিকার ফোনালাপ-
প্রেমিক : বিশ্বাস কর লক্ষিটি আমি শুধু তোমাকেই ভালবাসি।
আপরপ্রান্তে অবিশ্বাসমাখা কন্ঠে…
:সত্যি বলছো তো? তাহলে বলো তো কে আমি?
প্রেমিক : না ইয়ে মানে আননোন নাম্বার থেকে করেছো তো তাই চিনতে পারছি না। তাই বলে আবার রাগ কোরো না প্লিজ তোমার গলা তো আমার যুগ যুগ ধরে চেনা।
জোকস – ২
স্ত্রী : এই শোন, ভ্যালেন্টাইনস ডেতে কথা দাও, আজ থেকে তুমি আমার আত্মীয়দের ভালোবাসবে।
স্বামী : অবশ্যই। দেখ, ইন ফ্যাক্ট আমি কিন্তু তোমার শাশুড়িকে আমার শাশুড়ির চেয়ে বেশি ভালোবাসি।
জোকস – ৩
ভ্যালেন্টাইন ডে তে মন খারাপ করে বাড়ি ফিরল ইতিহাসের ২য় বর্ষের ছাত্রী ছন্দা। বড় বোন বলল কিরে তোর মন খারাপ কেন?
জানিস দিদি আজ বুঝতে পারলাম আমার প্রেমিক ছেলেটা নাস্তিক।
তুই কি করে বুঝলি?
ওর নাকি ভগবানে বিশ্বাস করে না।
শোন গাধা, এতে মন খারাপের কি আছে। তুই বুঝিয়ে শুনিয়ে ওকে বিয়ে করে ফেল, বিয়ের পর দেখবি ভগবানে বিশ্বাস না করে ওর উপায় থাকবে না।
জেকস- ৪
ভালবাসা দিবসে দুই তরুন-তরুনী।
তরুনী : একবার এক ছেলে চুমু খাওয়ার প্রস্তাব করেছিল আমাকে। শুনেতো আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়ে ছিলাম।
তরুন : তাহলে বাদ!
তরুনী : মানে??
তরুন : না মানে আমি যে প্রস্তাব করার প্লান করছিলাম সেটা করলেতো তুমি মারাই যেতে।
জেকস- ৫
এক রসিক স্যার ক্লাসে এসে ভ্যালেন্টাইন ডে তে তার ছাত্র-ছাত্রীদের একটা করে অফসেট
পেপার দিয়ে বললেনঃ-
আজ ভ্যালেন্টাইন ডে। তাই আজ
লেকচার দেব না! তোমাদের কাছে দেয়া কাগজে তোমাদের ভালো লাগার মানুষটির নাম লিখ!!!
৩০ সেকেণ্ডের মধ্যে সব ছেলেরা কাগজ জমা দিয়ে দিল!
.
.
.
.
.
.
২০ মিনিট পর থেকে মেয়েরা একে একে বলতে শুরু করলঃ এক্সট্রা পেইজ প্লীজ…..!!!!
জোকস – ৬
ভালোবাসার সংজ্ঞা জানতে চাওয়া হলে,
ছাত্রঃ ভালোবাসার পূর্ণ অর্থ হলো
ভা- ভালো-মন্দ চিন্তা না করে
লো- লোকলজ্জা উপেখ্খা করে
বা- মা-বাবার মুখে চুনকালি দিয়ে
সা- সাগরে ঝাঁপ দেয়া।
গণিত শিক্ষকঃ যার দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ নেই শুধু গভীরতা আছে তাকেই ভালোবাসা বলে।
ডাক্তারঃ ভালোবাসা এমন এক রোগের নাম, যা ঘুম নষ্ট করে, ক্ষুধা কমায়, চিন্তা বৃদ্ধি করে।
পুলিশঃ ভালোবাসা এমন এক জেলখানা যেখানে হৃদয় বন্দীদের খেলা চলে।
কবিঃ ভালোবাসা মানে উদাস হয়ে যাওয়া।
রাজনীতিবিদঃ ভালোবাসা হলো পার্কে, গাছতলায়, চাইনিজে সেমিনার আর বক্তৃতা।
ভিখারীঃ ভালোবাসা হলো একজনের মন অন্যজনকে ভিড়্গে দেয়া, অন্যজনের মন ভিড়্গে নেয়া।
কুলিঃ ভালোবাসা মানে অপরের সুখ-দুঃখ আঁটি বেঁধে বহন করা।
মাঝিঃ ভালোবাসা হলো মান-অভিমান এবং কিছু আবেগের দাঁড় টানা।
বিক্রেতা: ভালোবাসা হচ্ছে হৃদয়ের বেচাকেনা।
বাড়িওয়ালাঃ ভালোবাসা মানে দুই বেড, বাথ, ড্রইং আর একটা সুন্দর বারান্দা।
ব্যর্থ প্রেমিকঃ ভালোবাসা বলে নেই তো কিছু, ভালোবাসা মানে ফাঁকি।